ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ফল মেলা উপলক্ষে ফল মেলা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফল ও চারা গাছ বিতরন কর্মসূচিটি পালিত হয়েছে।
এতে দেশীয় ফল প্রদর্শন এবং সরকারি প্রণোদনা কার্যক্রমের আওতায় চলতি মৌসুমে নবীনগর উপজেলার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঠাল, জাম, নিম, বেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া নবীনগর উপজেলার ৫০টি এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ টি করে মোট ৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজীব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জনাব আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব সুজন মিয়া কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC