ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর কমলাকান্ত গুরুচাঁদ (কে.জি) বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বায়েস মিয়ার স-সম্মানে মুক্তির দাবিতে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৩ জুলাই ২০২৫) দুপুর ১২টায় নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের বটতলী নামক স্থানে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ীতে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহজনক হিসেবে ঢাকা থেকে র্যাবের একটি টিম তাকে গ্রেফতার করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষক বায়েস একজন ভালো মানুষ। তাকে দ্রুত স-সম্মানে মুক্তি দিয়ে কলঙ্ক মুক্ত করা হউক। এ সময় তারা স্ব-হস্তে লিখিত ফেস্টুন ও হ্যান্ড মাইক নিয়ে সমস্বরে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থী সামি বলেন, আমাদের বায়েস স্যার অনেক ভালো। আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে অনুপ্রেরণা দেন। উনাকে কেন গ্রেফতার করা হলো জানি না। আমরা স্যারের মুক্তি চাই।
শিক্ষার্থী পলাশ বলেন, বাঙ্গরার কড়ইবাড়ি বাড়ি হওয়ায় কারনেই কি বায়েস স্যারকে গ্রেফতার করা হয়েছে। উনি তো জহানি ছুুটিতে উনার আব্বাকে নিয়ে ঢাকায় গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ জাহান কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, বায়েস স্যার উনার বাবার অসুস্থতার চিকিৎসার জন্য ছুটি নিয়েছিলেন। পরে জানতে পারলাম উনাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি মানববন্ধনের বিষয়ে কিছু জানি না। পরে জানতে পারলাম বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা মিলে মানববন্ধন করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC