রবিবার ৭ সেপ্টেম্বর, ২০২৫

নবীনগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি ঘোষণা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি ঘোষণা
নবীনগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি ঘোষণা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজীবন স্মৃতি সংরক্ষণের স্লোগানে এতে আহবায়ক হিসেবে কাজী আজাদ ও সদস্য সচিব হিসেবে মো. ইস্রাফিল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট স্বাক্ষরিত আহবায়ক কমিটিটিকে তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

এতে অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম জহির, যুগ্মআহবায়ক মো. রুবেল আহম্মেদ, যুগ্মআহবায়ক মো. ফুরকান আলম, যুগ্মআহবায়ক মো. সজিব মোহাম্মদ, যুগ্মআহবায়ক মো. আজাদ মিয়া, যুগ্মআহবায়ক মো. জাকির হোসেন, যুগ্মআহবায়ক মো. আলফাজ আহম্মেদ, যুগ্মআহবায়ক মো. সাব্বির হায়দার, সদস্য মো. মোস্তাক আহম্মেদ, সদস্য মো. মোশারফ হোসেন পারবেজ, সদস্য মো. সোহেল রানা, সদস্য মো. বশির আহম্মেদ, সদস্য মো. সাদিক, সদস্য মো. রফিক, সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য শরীফ খান, সদস্য মরম আলী ও সদস্য মো. শরীফুজ্জামান সরকার।

নব গঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা জানান, শহীদ জিয়ার স্মৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি দেয়া হবে।

আরও পড়ুন