বুধবার ২০ আগস্ট, ২০২৫

নবীনগরে ময়না তদন্তের স্বার্থে কবর থেকে শিশুর লাশ উত্তোলন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের কুড়িঘর কবরস্থান থেকে ২১ মাস বয়সী শিশুর লাশ পূর্ণরায় ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। লাশটি কুড়িঘর পূর্ব পাড়ার মো. ইউসুফ মিয়ার শিশু সন্তান আয়েশা খাতুনের বলে জানা যায়।

বুধবার সকালে (২০ আগষ্ট) উপজেলা সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মুনসুর, জেলা সিআইডি’র চৌকস সদস্য ও নবীনগর থানা পুলিশের উপস্থিততে উত্তোলন করা হয়েছে।

পরে পুনরায় ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মুনসুর জানান, অধিকতর তদন্তের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিআইডি’র সদস্যরা লাশটি নবীনগর থানা পুলিশের সহায়তায় উত্তোলন করেন।

আরও পড়ুন