ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শারদীয় দূর্গোৎসব ২০২৫ উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৌহার্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেন বক্তারা।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মুনসুর, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অঞ্জন নাগ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. শাহিনুর ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি'র সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা এনসিপির নেতা মো. আলমগীর হোসাইন, উপজেলা পূজা উদযাপন কমিটির এডভোকেট বিনয় চক্রবর্তী, সঞ্জয় সাহা, মানিক বিশ্বাসসহ অন্যান্যরা।
এতে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের পূজা কমিটির সদস্য ও চেয়ারম্যান-মেম্বারগণসহ বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC