মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভাকে ঘিরে একাট্টা বিএনপি’র হেভিওয়েট নেতারা

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - BNP heavyweight leaders gather around Begum Khaleda Zia's condolence meeting in Nabinagar
নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভাকে ঘিরে একাট্টা বিএনপি'র হেভিওয়েট নেতারা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সদ্য সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে একাট্টা কেন্দ্রিয় ও উপজেলার হেভিওয়েট নেতারা। ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগর আসনে এসব নেতাদের ভিড়ে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের জন্য নতুন বার্তা।

রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) বিকালে বিএনপি’র ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম।

নবীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম ও নবীনগর পৌর বিএনপি’র সাধারণ মো. মাসুদ রানা’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আব্দুল্লা আল বাকী, কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু, ঢাকা দক্ষিন কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজিব ভুইঁয়া, ব্যারিস্টার আশরাফ হোসেন, নবীনগর পৌর বিএনপি’র সভাপতি উবায়দুল হক লিটন।

এছাড়া জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ডা. ইদ্রিস, নবীনগর উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু, নবীনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, নবীনগর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানিয় নেতাকর্মীরা।

আরও পড়ুন