ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত বোলতা মাছির কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের সন্তান।
জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় স্থানিয়ভাবে পরিচিত বেঙ্গল, বলা শিশু তামিমকে কামড়ালে স্থানিয় ফার্মেসিতে চিকিৎসা সেবা নেয়। পরে অবস্থার অবনতি দেখে দুপুর ২ টার সময় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তাররা শিশুটিকে তখন পরীক্ষা-নিরিক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।
কর্তব্যরত ডাক্তার মো. সাদ্দাম হোসেন জানান, শিশুটি বিষাক্ত বোলতা কামড়ানোর সাথে সাথে যদি স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসতো তাহলে চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তোলার সুযোগ ছিলো। উনারা স্থানিয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে অবস্থার অবনতি দেখে হাসপাতালে আনেন। এ বিষয়ে সকলের সচেতন হওয়া প্রয়োজন। কাউকে বিষাক্ত পোকা কামড় দিলে সাথে সাথে স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC