শনিবার ১৬ আগস্ট, ২০২৫

নবীনগরে বিএনপি’র গোঁড়াপত্তন করেছেন ইনু ভাই- এড. এম এ মান্নান

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বিএনপি'র গোঁড়াপত্তন করেছেন ইনু ভাই- এড. এম এ মান্নান
নবীনগরে বিএনপি'র গোঁড়াপত্তন করেছেন ইনু ভাই- এড. এম এ মান্নান/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মো. রফিকুল ইসলাম ইনু মিয়া’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভূঁইয়া সুমনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জমির উদ্দিন জাকিরের সঞ্চালনায় মৃত্যুবার্ষিকীটি পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. মলাই মিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, আমিরুল ইসলাম আমির, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক সাংবাদিক তন্ময় আল নিলয়, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিসুল ইসলাম শাহীন, আশাদুজ্জামান দুলাল, আনোয়ার হোসেন, গোলাম হোসেন হাসান ও মরহুমের সন্তান ইবনুল হাসান সবুজ সহ অন্যান্যরা।

এসময় মরহম ইনু’র রাজনৈতিক ও ব্যক্তি জীবনের যাপিত সময় নিয়ে আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

এড. এম এ মান্নান বলেন, নবীনগরে বিএনপি’র গোঁড়াপত্তন করেছেন ইনু ভাই। পায়ে হেঁটে নবীনগরে গিয়ে রাজনীতি করতেন। উনার সাথে আমরা কাজ করেছি। তখন বিএনপি ছোট ছিল এখন বিএনপি অনেক বড় হয়েছে।

আরও পড়ুন