বুধবার ৩০ জুলাই, ২০২৫

নবীনগরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমানে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের মহেশপুর থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমানে ইয়াবাসহ সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক হযেছেন মৃত আব্দুর রহমানের ছেলে রতন মিয়া। তিনি বিটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে (২৯ জুলাই) গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দাপটের সাথে মাদক বিক্রি ও অপকর্মে জড়িত থাকায় তাকে পূর্বেও একাধিক মামলায় জেলে যেতে হয়েছিল। তার বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। পরে তাকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনূর ইসলাম জানান, আসামিকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন