ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জাকের পার্টি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে নবীনগর উপজেলা জাকের পার্টি ও অঙ্গ-সংগঠনের (ইউনিট ১) জনসভা, র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ অক্টোবর ২০২৫) সকালে পৌর এলাকার মাঝিকাড়া-আলীয়াবাদের বটতলাস্থ উপজেলা সিএনজি স্টেশনে এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা জাকের পার্টির ইউনিট ১ এর সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ খান টোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি মো. সেলিম কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন রুমেল, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপন, ওলামা ফ্রন্টের কেন্দ্রিয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা সাংস্কৃতিক ফ্রন্টের সভাপতি মো. মনিরুজ্জামান, জেলা মহিলা ফ্রন্টের সভাপতি মিনারা বেগম, জেলা ছাত্রী ফ্রন্টের সভাপতি তাছলিমা আক্তার, জেলা ভক্ত ফ্রন্টের সভাপতি বাবু রাকেশ চন্দ্র।
এছাড়া উপজেলা জাকের পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. সেলিম কবির বলেন, জাকের পার্টি আপনাদের সমর্থন নিয়ে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। বিগত দিনে যে বাজেট চুরি ঘটেছে তা আর হতে দেয়া যাবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC