ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর কাইতলা ইউনিয়নের নারুই-ব্রাহ্মণহাতা গ্রামের পশ্চিম পাড়ায় চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন করে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভাতিজাদের মধ্যে আহতরা হলেন মৃত ইদন মিয়ার স্ত্রী আশেদা খাতুন ও তার দুই ছেলে গাজী মিয়া এবং ইছাক মিয়া। চাচাদের মধ্যে জসিম মিয়া, বাছির মিয়া ও আওয়াল মিয়া আহত হন।
আহতদের ভাতিজাদের গ্রুপ নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চাচাদের গ্রুপ প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন বলে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনুর ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC