মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

নবীনগরে গরীবে নেওয়াজ খাজা মাইনু উদ্দিন চিশতি (রা:) স্মরনে ওরশ মোবারক অনুষ্ঠিত

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Urs Mubarak held in memory of Khwaja Mainu Uddin Chishti (RA) in Nabinagar
নবীনগরে গরীবে নেওয়াজ খাজা মাইনু উদ্দিন চিশতি (রা:) স্মরনে ওরশ মোবারক অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে গরীবে নেওয়াজ খাজা মাইনু উদ্দিন চিশতি (রা:) স্মরনে ১০ম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের প্রধান অতিথির্থে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খাঁন মামুন, নবীনগর উপজেলা যুব দলের সদস্য সচিব হাজী মো. আবু কাউছার আহম্মেদ, বিএনপি নেতা বিপ্লব সরকার, মো. স্বপন মিয়া, মো. সজিব, মো. মনির হোসেনসহ অন্যান্যরা।

এতে বাউল গান পরিবেশন করেন দেশের সুনামধন্য বাউল শিল্পী ইয়ামিন সরকার ও চন্দ্রা সরকার।

আরও পড়ুন