বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

নবীনগরে কৃষি বিভাগের উদ্যোগে বীজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

Rising Cumilla -Seed distribution program held in Nabinagar under the initiative of the Agriculture Department
নবীনগরে কৃষি বিভাগের উদ্যোগে বীজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে গড়ে তুলতে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগ “তারুণ্যের উৎসব ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন শেষে বীজ বিতরণ করা হয়েছে।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদারের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতেই এই বীজ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও নবীন চিন্তাধারার সংযোজন ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

আরও পড়ুন