বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

নবীনগরে কলেজ শাখা ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Rising Cumilla -College branch student group holds protest march and meeting in Nabinagar
নবীনগরে কলেজ শাখা ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুসের নেতৃত্বে জগন্নাথ বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে নবীনগর সরকারি কলেজ ক্যাম্পাসে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে জুবায়েরের হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন ছাত্র দলের নেতাকর্মীরা।

এ সময় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সাজ্জাদ, মনির হোসেন, আলামিন, মহিন, রাজু, আশিকসহ অন্যান্যরা।

রাকিবুল ইসলাম ইউনুস তার বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একনিষ্ঠ কর্মী জুবায়ের হত্যাকারিদের দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি। সেই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে বেহেস্ত কামনা করি।

আরও পড়ুন