ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সাবেক আহবায়ক এ্যাডভোকেট এম. এ মান্নানের নেতৃত্বে উপজেলা মহিলা দল ও অঙ্গ-সংগঠনের নারী নেত্রীকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিতরণ করছেন।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের গণ মানুষের মুক্তির সনদ ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামে নারীদের ৩১ দফার বিষয়ে অবগত করতে ও জননেতা তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন মহিলা দলের নেত্রীকর্মীরা।
আলেয়া বেগম জানান, আমরা উপজেলা মহিলা দল ও অন্যান্য ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন কমিটির মহিলা দলের নেত্রীকর্মীরা আমাদের নবীনগরের ধানের শীষের কাণ্ডারি গণ মানুষের নেতা এ্যাডভোকেট এম. এ মান্নান ভাইয়ের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ করছি।
মুক্তা বেগম জানান, আমাদের মা-বোনদের কাছে জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এডভোকেট এম. এ মান্নান জানান, আমাদের উপজেলার একটা বড় অংশ আমাদের মা-বোনরা। মা-বোনরা সচেতন হলে আমাদের জননেতার নির্দেশিত দাবী ছড়িয়ে পড়বে সকলের মাঝে। ঘরে ঘরে আমাদের মুক্তির সনদ পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের মহিলা দলের নেত্রীকর্মীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC