ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি গ্রেফতার হলে তার অবর্তমানে অনাস্থা প্রস্তাব দেয় প্যানেল চেয়ারম্যান ও মেম্বারগণ।
এরই প্রেক্ষিতে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নবীনগরে চেয়ারম্যানের অবর্তমানে এই প্রথম প্রশাসক নিয়োগ করা হলো।
কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, আমাকে আপনারা সহযোগিতা করবেন যাতে করে জিনোদপুর ইউনিয়ন পরিষদের থমকে থাকা কাজ গুলো করতে পারি। চেয়ারম্যান রবিউল আউয়াল রবি গ্রেফতারের পর থেকে জিনোদপুর ইউনিয়নের সাধারন মানুষেরা অনেক ভোগান্তিতে পড়ে গেছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী জানান, জিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের নামে প্রজ্ঞাপন হয়েছে। জিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি গ্রেফতারের পর থেকে পদটি শূণ্য ছিলো। এতে প্রশাসনিক ও জন সম্পৃক্ত কাজগুলো বন্ধ ছিলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC