
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেরা বিজয় ছিনিয়ে আনতে কর্ম কৌশল নির্ধারণ করার লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করলেন নবীনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে দলটির প্রতিটি ইউনিয়ন ও অঙ্গসংগঠনের সুপার ফাইভ নেতাদের নিয়ে এই মতবিনিময় সভা পৌর এলাকার কনিকাড়া ব্রীজ সংলগ্ন মাইনুদ্দিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী নজরুল ইসলাম নজু।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি মাওলানা জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম,জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সামস আল ইসলাম ভূইয়া,জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহসীনুল করীম হারুনী,নবীনগর উপজেলার সহ সভাপতি নবীনগর মাওলানা মমিনুল হক সেক্রেটারি,মাওলানা রায়হান উদ্দিন আনসারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর পৌর সভাপতি সাইফুল্লাহ সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ আমীর হোসাইন,মোজাহিদ কমিটি হাফেজ মনির হোসেন,সভাপতি যুব আন্দোলন মাওলানা ওমর ফারুক রাজু, সাধারণ সম্পাদক যুব আন্দোলন আজহারুল ইসলাম দুলাল, সভাপতি শ্রমিক আন্দোলন প্রমূখ।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর)আসনটিতে বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র ভিত্তিক নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করে একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে প্রতিটি নেতাকর্মীদের বিজয় নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।









