বুধবার ৮ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র মামলায় গ্রেফতারকে নাটক দাবি করে মানববন্ধন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে অস্ত্র মামলায় গ্রেফতারকে নাটক দাবি করে মানববন্ধন/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের মো. শুক্কু মিয়ার ছেলে খান সাহেবকে (৩৮) অস্ত্র মামলায় গ্রেফতারকে নাটক দাবি করে ভুক্তভোগী পরিবার ও স্থানিয়রা মুক্তির দাবিতে মানববন্ধন করেন। সাহেবনগর গ্রামের সচেতন মানুষের ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত খান সাহেবের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, আমার স্বামী একজন নির্দোষ মানুষ। তাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। আমাদের কেন অস্ত্র ছিলো না। তাহলে কিভাবে এই অস্ত্র এলো।

খান সাহেবের বাবা শুক্কু মিয়া বলেন, আমার ছেলে নবীনগরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলো। সেখান কেউ ইন্ধন দিয়ে আমার ছেলেকে ধরিয়েছে।

নান্নু মিয়া মেম্বার বলেন, তাকে উদ্দেশপ্রনোদিত হয়ে ধরানো হয়েছে। খান সাহেব এমন লোক না। আমরা তার মুক্তি চাই।

হক মিয়া বলেন, খান সাহেব অস্ত্র পাইবো কই? তাকে শত্রুতা করে ফাঁসানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ১ নলা পাইপ গানসহ সাহেবনগর ইরা কাজীর বাড়ী সংলগ্ন স্থান থেকে খান সাহেবকে গ্রেফতার করেন নবীনগর থানা পুলিশ।

আরও পড়ুন