
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও ধানের শীষ প্রতিকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত এডভোকেট এম এ মান্নান।
সোমবার (০৩ নভেম্বর ২০২৫) বিকেলে শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বাজারে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র বায়োজিদ বাবু’র সভাপতিত্বে ও ধন মিয়া’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, শ্যামগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার আলম, ডা. ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মহিউদ্দিন আহাম্মেদ মহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খাঁন মামুন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মাইনুউদ্দিন মইন, সহ-সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম সোহেল, মোবারক হোসেন, কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কবি অনন্ত হিরা, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সাজ্জাদ হোসেন, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।
এডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, আজকে আমাদের এ উঠান বৈঠকটি বাংলাদেশের মানুষের মুক্তির সনদ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে জনগনের দ্বার গোড়ায় পৌঁছানোর বৈঠক। আমরা বিএনপি’র নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় আনবো ইনশাল্লাহ।
								
								






