
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৃথক অভিযানে তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু, এবং শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর জামাল।
নবীনগরের পৃথক এলাকা থেকে আওয়ামী লীগের উক্ত ৩ জন নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে বলে নবীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শাহীনুর ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আইননুসারে বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








