
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চল খ্যাত নবীনগর পূর্ব ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন, বিদ্যাকুট ইউনিয়ন, বিটঘর ইউনিয়ন, নাটঘর ইউনিয়ন, কাইতলা উত্তর ইউনিয়ন, কাইতলা দক্ষিণ ইউনিয়ন নিয়ে মোট সাতটি ইউনিয়নে ব্যাপক গণ সংযোগ করেছেন আবু হাসনাত আলম ভূইঁয়া রাজিব।
তিনি ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগরের আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তরুন এম প্রার্থী।
আবু হাসানাত আলম ভূইঁয়া রাজিব বলেন, আমি চেষ্টা করছি উপজেলার প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছানোর, উনাদের কথা শোনার, এলাকার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেয়ার। আমাদের উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা। এখানে ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। অনেক বড় উপজেলা, জনসংখ্যাও অন্য উপজেলা থেকে বেশি। আমি চাই মানুষের খুব কাছাকাছি গিয়ে উনাদের সুখ-দুঃখের কথা শোনার। আমি যদি এমপি হতে পারি তাহলে আমার উপজেলায় মাটি ও মানুষের সেবা করার চেষ্টা করবো। আমি আশাবাদী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারন্যের অহংকার তারেক জিয়ার আর্দশের সৈনিক হিসেবে আমি নমিনেশন পাবো আর যদি নাও পাই আমার দল ও নেতাকর্মীরা যাকে নমিনেশন দিবেন আমরা উনার পক্ষেই কাজ করবো এবং জনগনের ভালোবাসা নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।