
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ৯ম সিতোরিউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০২৫।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে এই আসরে দারুণ সাফল্য দেখিয়েছে এলিট কারাতে পয়েন্ট।
সেনসি মো. নাজমুল হাসান খন্দকারের নেতৃত্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলিট কারাতে পয়েন্টের খেলোয়াড়রা নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করে। তাদের মধ্যে যারা পদক জয় করেছেন:
- ইব্রাহীম ভূঁইয়া: একক কাতায় স্বর্ণ এবং সেরা প্রতিযোগীর লড়াইয়ে রৌপ্য পদক জিতেছেন।
- খালেদ বিন রশিদ: ৫০ কেজি কুমিতে ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণ।
- রেদোয়ান রাফি: ৫৫ কেজি কুমিতে ক্যাটাগরিতে স্বর্ণ পদক লাভ করেছেন।
- ওয়ালিদ: ৬০ কেজি কুমিতে ক্যাটাগরিতে জিতেছেন ব্রোঞ্জ।
- আসিফুর রহমান: ৮৪ কেজি সিনিয়র কুমিতে ক্যাটাগরিতে অর্জন করেছেন রৌপ্য পদক।
এর আগে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিয়নশীপে মোহাম্মদ ফজলে রাব্বির নেতৃত্বে এলিট কারাতে পয়েন্ট ৪টি পদক জয় করে। এই ধারাবাহিক সাফল্য প্রতিষ্ঠানটির দক্ষতা ও দৃঢ়তার প্রমাণ।
এলিট কারাতে পয়েন্টের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শারমিন জাহান তানিয়া সকল খেলোয়াড়কে তাদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।