দ্বীনের পথে ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল-কাটানিশার উলামা ত্বলাবা ঐক্যের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মুফতি নুরুল ইসলাম আইরলীকে সভাপতি ও হাফেজ মাওলানা শাফী উদ্দিন আইরলীকে সাধারণ সম্পাদক করে ১০৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা সফিউল্লাহ দা.বা, সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা মাজহারুল হক দা.বা, ও উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা মুখতার হুসাইন দা.বা., মাওলানা আরিফুল্লাহ আরিফ দা.বা., হাফেজ মোবারক হুসাইন দা.বা., মাওলানা গিয়াস উদ্দিন জালালী দা.বা., মাওলানা সিরাজুল ইসলাম দা.বা., মাওলানা আনোয়ার হুসাইন দা.বা., মাওলানা আব্দুর রহমান দা.বা., হাফেজ লোকমান আহমদ দা.বা., মাওলানা সাইফুল্লাহ সুলতান দা.বা., মাওলানা শফিকুল ইসলাম দা.বা., মাওলানা রেদোয়ানুল হক জিহাদী দা.বা., মাওলানা নাসির উদ্দিন দা.বা., মাওলানা আব্দুল কাদির জায়েদী দা.বা., মাওলানা জয়নুল আবেদীন দা.বা., হাফেজ আনিসুর রহমান দা.বা., হাফেজ নাসির উদ্দিন দা.বা., হাফেজ নোমান আহমদ দা.বা., হাফেজ আসিকুল ইসলাম সুহেল দা.বা., মাওলানা ইব্রাহীম আলী দা.বা।
কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মুফতি নুরুল ইসলাম আইরলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাফেজ জুনাইদ আহমদ, এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা সুলাইমান খান, মাওলানা দ্বীন ইসলাম আনসারী, মাওলানা আরিফুল ইসলাম কাসেমী, মাওলানা রহমত উল্লাহ।
সাধারণ সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা শাফী উদ্দিন আইরলী এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মদ উল্লাহ লাদেন ও হাফেজ মাওলানা হুজাইফা বিন আব্দুল জলিল।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে হাফেজ মাওলানা আনোয়ার হোসেনকে।
অর্থ সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা আশিক উল্লাহ তৈয়ব, সহ-অর্থ সম্পাদকরা হলেন হাফেজ মাওলানা এমরান হুসাইন, মাওলানা এমরান বিন জাহাঙ্গীর এবং হাফেজ আব্দুর রকিব।
প্রবাসী কল্যাণ সম্পাদকের দায়িত্ব পেলেন, হাফেজ খলিলুর রহমান, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা ক্বারী মোবারক উল্লাহ। এছাড়া শাইখ হাফেজ জহিরুল ইসলাম, হাফেজ জাহিদুল ইসলাম, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা মুজাহিদ বিন মুজিদ কমিটির সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জামিল রশিদী, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনির হুসাইন, মাওলানা মুরসালিন এবং হাফেজ লোকমান হোসেন।
শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সালিম মাহমুদ কবির, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকরা হলেন রাসেদুর রহমান রাসেল, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা মুত্তাকিন বিন সাজু ও মাওলানা রিয়াজুল করিম রিফাত।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা আশিকুর রহমান বিপ্লবী, সহ-প্রচার সম্পাদকরা হলেন হাফেজ মাওলানা আখতারুজ্জামান সিরাজী, হাফেজ আব্দুল আহাদ, মাওলানা জসিম উদ্দিন মাহমুদী ও মাওলানা সৈয়দ তামিম।
দফতর সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন আহমদ, সহ-দফতর সম্পাদকরা হলেন ক্বারী মাওলানা মফিজুল ইসলাম বিন আলিমুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা রেদোয়ান হৃদয়।
সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জুনাইদ আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদকরা হলেন হাফেজ আব্দুল গাফফার ও হাফেজ আব্দুল কাদির।
দাওয়াহ সম্পাদক হাফেজ জুবায়ের আহমদ, সহ-দাওয়াহ সম্পাদক হিসেবে রয়েছেন হাফেজ আব্দুল আহাদ ও হাফেজ আকরাম।
কমিটিতে থাকা কার্যনির্বাহী সদস্যবৃন্দরা হলেন, মো. আতাউর রহমান বিন মজিদ, মাওলানা সাদেকুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, ইয়ামিন বিন রুহেল, মো. ইব্রাহিম বিন নাজির, মাওলানা ইয়াসীন, হাফেজ আহমদ বিন আরিফ, হাফেজ ইউনুস বিন লোকমান, হাফেজ নেয়ামত উল্লাহ বিন রেদোয়ান, মো. আশরাফুল ইসলাম সাইফ, হাফেজ ইয়াহিয়া বিন রেদোয়ান, আব্দুল্লাহ বিন হাবিব, হাফেজ আতাউর রহমান বিন জালাল, জাবেদ বিন জুয়েল, সাফওয়ান আহমদ সা’আদ, ওলিউর রহমান সাদ বিন খলিল, মো. ইয়াসির বিন শাহিন, মো. এমদাদুল হক বিন দুলাল, মো. জহিরুল ইসলাম বিন নাইম, মো. রাকিব মিয়া, মাওলানা ওয়াসিম আহমদ, মো. আবু বকর, মো. শামীম বিন তুহিদ, মো. ইসমাইল বিন বাতিন, মো. মুস্তাকিম বিন মাসেক, মো. মুবারক বিন মুখতার, মো. ইজহার বিন শফিক, হাফেজ বিনইয়ামিন বিন আব্বাস, শেখ নিয়ামুল ত্বকী বিন মাসুক, শেখ তাহসিনুল ইসলাম জকী বিন মাসুক, শেখ তাহমিদুল ইসলাম রাফি বিন জহির, হাফেজ তৌহিদুল ইসলাম, হাফেজ আব্দুর রহিম, মো. আব্দুর রহমান, মো. সুজন খান, মো. ইদ্রিস বিন লোকমান, হাফেজ রাফি, হাফেজ আব্দুল্লাহ, মো. আমির হামজা, মো. আনাছ মিয়া, মো. ইসহাক বিন জসিম, মো. শাহেদুল ইসলাম তাইফ, মু’আজ আহমদ সাইবা, মো. ইমামুদ্দিন, মো. আজমান উদ্দিন, মো. আয়মানুর রহমান, হাফেজ আব্দুল করিম, মো. নূর আলম, হাফেজ জুয়েল আহমদ, মো. নাহিদুল ইসলাম, মো. আলফাজ উদ্দিন, মো. খাইরুল ইসলাম, মো. কামাল বিন আব্দুল কুদ্দুস, মো. মাহমুদুল হাসান আবরার, মো. আব্দুল মোতালিব, মো. জামিল আহমদ, মো. মুস্তাকিম বিন রুকন উদ্দিন প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC