সেনেগাল ও গিনির বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষে দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৩ সদস্যের এই দলে নেই ইনজুরি আক্রান্ত নেইমার, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস আর আন্তোনিও।
১৭ জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল। ২০ জুন লিসবনে সেনেগালের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ১২ জুন পুরো স্কোয়াডকে নিয়ে ক্যাম্প শুরু করবেন মেনেজেস।
এই স্কোয়াডের পাঁচ নতুন মুখ হলেন- দুই ফুল-ব্যাক ভ্যান্ডারসন ও এয়ারটন লুকাস, ডিফেন্ডার- নিনো, মিডফিল্ডার- জোয়েলিন্টন এবং স্ট্রাইকার ম্যালকম।
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভেরটন।
রক্ষণভাগ: ইভানেজ, এডার মিলিতাও, মারকুইনোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন।
আক্রণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি ও ভিনিসিয়াস জুনিয়র।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিতে। এরপর পাঁচমাস পেরিয়ে গেলেও এখনও কোনো স্থায়ী কোচ পায়নি ল্যাটিন আমেরিকার দেশটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC