বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে।
গত বুধবার (২৩ অক্টোবর) অত্র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে অধ্যয়নরত স্নাতক/স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবে। আবেদন করা যাবে অনলাইনে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ শেষে সদস্য হওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাখার নবীন সদস্যদের নিয়মিত পরামর্শ, নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করতে বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। নিয়মিত পাঠচক্র ও কুইজের আয়োজনে এগিয়ে আছে শাখাটি। কুইজ বিজয়ী ও মাসিক সেরা লেখকদের জন্য থাকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের প্রায় ১৮টি শাখায় সহস্রাধিক সদস্য যুক্ত আছে। বিস্তৃতিতে অন্যতম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত আছে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক লেখক। দুইবার সেরা শাখা হওয়ার কৃতিত্ব অর্জন করা জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা থেকে গত কার্যবর্ষে বর্ষ সেরা লেখকও নির্বাচিত হয়েছে। আবেদন করতে এখানে ক্লিক করুন
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC