২০২৫ সালের জানুয়ারির মধ্যে সব শ্রেণির শতভাগ বই দেওয়া সম্ভব না হলেও সর্বোচ্চ সংখ্যক দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বই ছাপানোর কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না। আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অনুমোদন দেওয়া হয়েছে।
দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না। কোনো পণ্যের দাম বাড়ে, আবার কোনোটার কমে। সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।
এছাড়া বৈঠকে সরকারি ক্রয় কমিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল ও ভোজ্যতেল ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC