অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা গেছে তাকে।
‘আয়নাবাজি’র মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সেসময় তাদের রসায়নেও বেশ মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা।
নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। সবশেষ শাকিব খানের বিপরীতে ‘তুফান’সিনেমায় দেখা যায় তাকে। এবার জানা গেল, ‘বনলতা সেন’র অপেক্ষায় প্রহর গুনছেন নাবিলা। এটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
গণমাধ্যমে এ প্রসঙ্গে নাবিলা জানান, সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনও তাই। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি আমি। সিনেমার নাম ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমার খুব পছন্দের একটি কাজ।
তিনি আরও বলেন, আমি যতটা জানি চলতি বছরের প্রথমভাগে মুক্তি পাবে সিনেমাটি। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি। সিনেমার শুটিং শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত ‘বনলতা সেন’ সিনেমার। ২০২১-২২ সালের সরকারি অনুদান পায় ‘বনলতা সেন’। এ ছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC