ইন্ডাস্ট্রিতে পার করেছেন দুই যুগেরও বেশি সময় বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। অভিনয় জগতে পা রেখেই বাজিমাত করেছিলেন ২০০০সালে 'কহো না প্যার হ্যায়’ সিনেমার মাধ্যমে তিনি। এবার অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় নিজেকে যুক্ত করেছেন হৃতিক।
একাধিক সংস্থার সঙ্গে বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তিও রয়েছে তার। সম্প্রতি এমনই একটি সংস্থার হয়ে তাদের বিজ্ঞাপন পরিচালনা করলেন অভিনেতা।
জানা গেছে, গেল ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। যে বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন, সেই বিজ্ঞাপনের মাধ্যমেই হৃতিকের সঙ্গে ২৫ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার প্রথম ঝলকও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC