খুচরা বাজারে আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। গত কয়েকদিন ধরে চলা অস্থিরতার মধ্যেই সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম উভয় প্রকার তেলেরই দাম বাড়ানো হয়েছে। তবে ঠিক কত টাকা বাড়ানো হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ব্যবসায়ীরা খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
ব্যবসায়ীরা বরাবরই আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে তারা বৈঠকে বসেন।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও তার প্রভাব বাংলাদেশের বাজারে দেখা যায় না। বরং উল্টো চিত্রই বেশি দেখা যায়। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছেই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC