
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার বর্তমানে শোবিজ অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে। ছোট ও বড় পর্দায় সমান তালে সাফল্যের ধারাবাহিকতায় বলিউডের প্রশংসিত চলচ্চিত্র ‘হিন্দি মিডিয়াম’ এ অভিনয়ের সুবাদে তিনি আন্তর্জাতিক পরিচিতিও লাভ করেছেন।
তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা।
এই গুঞ্জনের মূল কারণ হলো, সম্প্রতি অভিনেতা উসমান মুখতারের সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করেছেন সাবা। পাকিস্তানি অভিনয় শিল্পীদের মধ্যে একটি রসিকতা প্রচলিত আছে যে, উসমানের সঙ্গে যিনি অভিনয় করেন, শেষ পর্যন্ত নাকি তিনিই বিয়ে করেন। এই জনপ্রিয় রসিকতা থেকেই মূলত সাবার বিয়ের গুঞ্জন চাউর হয়।
তবে চলমান এই আলোচনায় এবার নিজেই মুখ খুলেছেন সাবা কামার। সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে তিনি তার জীবন দর্শন এবং বিয়ের প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন। অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা কে না চায়! তবে বিয়ে ভাগ্যের ব্যাপার। যদি নিয়তিতে লেখা থাকে, আপনি চাইলেও তা এড়াতে পারবেন না।’
‘কেস নং ৯’ খ্যাত এই তারকা আরও বলেন, ‘বিয়ে, সন্তান সবই নিয়তির বিষয়। সময়ের আগে বা পরে এগুলো হয় না।’ ইউনিসেফের অ্যাম্বাসাডর সাবা কামার জীবন এবং স্থিতিশীলতা নিয়ে বলেন, ‘স্থিতিশীলতা সবাই চায়, তৃপ্তি সবাই চায়, ভালোবাসাও সবাই চায়। কিন্তু এগুলো তখনই ঘটে, যখন যার সঙ্গে ঘটার কথা থাকে।’
নিজের বর্তমান ব্যস্ততার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। সাবা মনে করেন, ভালোবাসা ও বিয়ের জন্য প্রচুর সময় প্রয়োজন। তিনি বলেন, ‘ভালোবাসার জন্য সময় লাগে, বিয়ের জন্য সময় লাগে। আর এসবের পর আরও সময়ের প্রয়োজন হয়। আমার তো এখন আট ঘণ্টা ঘুমানোরও সময় নেই!’ তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট, ক্যারিয়ারের প্রতিই বর্তমানে তাঁর মনোযোগ বেশি।
পাকিস্তানের হায়দরাবাদে জন্ম নেওয়া সাবা কামার গুজরানওয়ালায় বেড়ে ওঠেন এবং পড়াশোনার জন্য পরে লাহোরে যান। সেখান থেকেই তাঁর অভিনয় জীবনের পথচলা শুরু। ২০০৫ সালে ‘মেইনে আরাত হু’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিষেক হয়। ২০১৩ সালে ‘আইনা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন এবং ২০১৭ সালে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ এ কাজ করে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC