বলিউডে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ইদানিং বেশি সিনেমা নির্মিত হচ্ছে। থাকছে সমকামিতা ও নগ্নতার বিষয়টি। সিনেমায় দেখা যাচ্ছে নায়িকার পাশাপাশি নায়কেরও প্রায় নগ্ন ছবি প্রদর্শন।
তাইতো বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মতে সময় এসেছে সিনেমায় নগ্ন পুরুষের ছবি প্রদর্শনের। তার মতে যারা নগ্ন হবেন তাদের বাহবা পাওয়া উচিত।
জানা গেছে, বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ২০০৩ সালে তার বড় পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। বলিউডের এই দাপুটে অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘দো আউর দো পেয়ার’।
এ সিনেমার প্রচারের অংশ হিসেবে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিদ্যা বালান তার নতুন সিনেমার নানা বিষয় নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি ইন্ডাস্ট্রি ও সমকালীন নানা বিষয় নিয়েও কথা বলেন ‘ইশকিয়া’খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, ২০২২ সালে বলিউড অভিনেতা রণবীর সিং নগ্ন ফটোশুট করেছিলেন। তখন বলিউড থেকে একমাত্র প্রশংসা করেছিলেন বিদ্যা বালান। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যা বালান বলেন, ‘‘এখনো একই কথা বলব। আপনি যেকোনো প্রাপ্তবয়স্কদের পাঠ্য পত্রিকা দেখুন, ‘প্লেবয়’ বা ‘ডেবোনেয়র’-এ আমরা সবসময় নারীদের নগ্ন ছবি দেখি। সেটা কোনো পুরুষ বা সমকামীর ভালো লাগতে পারে। কিন্তু আমাদের মতো যারা, তারা কী করবেন? আমাদেরও শখ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। তাই যা বলেছিলাম, এখনো তাই বলছি। আমার ভালো লেগেছিল। নগ্ন নারীদের অনেক বাহবা দিয়েছি, এখনো হরহামেশাই দিয়ে থাকি। এবার মনে হয় সময় এসেছে, নগ্ন পুরুষদের বাহবা পাওয়ার।’’
সাধারণ মানুষের মতো বলিউডের অনেক তারকাকেই বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়াতে দেখা যায়।
এ বিষয়ে বিদ্যা বালানের অভিমত কী? এমন প্রশ্নের উত্তরে বিদ্যা বালান বলেন, ‘আমি এটা মানি যে, বিয়ের বাইরেও প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। আমি যদি এই বিষয়টিকে খাবারের সঙ্গে তুলনা করি, তা হলে বলব, রোজ রোজ ডাল-ভাত খেয়ে আমাদের একটা একঘেঁয়েমি চলে আসে। তাই আমরা নুডলস বা অন্য কিছুর দিকে ঝুঁকি। কিন্তু একটা সময় আসে, যখন আমরা খাঁটি ডাল-ভাতের মর্ম বুঝি।’ বিদ্যার নতুন সিনেমায় ও বিবাহ-বহির্ভূত সম্পর্কের বিষয় উঠে এসেছে।
এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ‘আমাদের সিনেমায় শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্ক দেখানো হয়নি। এর বাইরের বিষয়ও আছে। আমরা নিজেদের প্রেমিক-প্রেমিকার সঙ্গেও প্রতারণা করি।’
খবর: আনন্দবাজার
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC