নওগাঁয় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৮ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ নওগাঁ আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ মোঃ মকবুল হোসেন জানান, ২০২০ সালের মার্চ মাসে নওগাঁ জেলার পতœীতলা উপজেলার কাশিমপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার শ্রী কাজল মালির বিরুদ্ধে। এরপর ১ এপ্রিল ওই নারীর স্বামী বাদী হয়ে পত্নীতলা থানায় এজাহার দায়ের করেন।
খুব অল্প সময়ে স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার মামলার একমাত্র আসামী উক্ত কাজল মালির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের এ রায় প্রদান করেন।
অন্যদিকে, ২০১৪ সালের জানুয়ারি মাসে জেলার পোরশা উপজেলার ইলাম গ্রামের এক মাদ্রসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পাশ্ববর্তী গোবরাকুড়ি গ্রামের হ্যাপী নামে এক যুবকের বিরুদ্ধে। ওই দিনই সংশ্লিষ্ট থানায় ছাত্রীর নানা বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে একই আদালত সোমবার দুপুরে আসামী হ্যাপীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
আদালত উভয় রায়ে দন্ডপ্রাপ্ত দুই আসামীর যাবজ্জীবর কারাদন্ড ছাড়াও ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC