হারিয়ে ফেলেছি ধূসর অতীত
জীবনের এক অজানা বিচরণে,
আত্মকেন্দ্রিক এখন আমরা সবাই
সংজ্ঞাহীন কারণে-অকারণে।
স্মৃতির পাতা উল্টালে
মলিন হয়ে রয় শৈশব,
গাছ থেকে গাছে আম কুড়ানোর পালা
হবে না আর এসব।
সূর্যোদয় এক ভোরে
তখন ভাঙ্গত চোখের ঘুম
এখন ঘুমিয়ে সকাল কাটে
ভাবি জীবনের সব ভুল।
ব্যর্থ জীবনের গ্লানিতে
এখন সব প্রকাশ্যমান,
ধূসর এই জীবনে
মন থাকে দোদুল্যমান।
আকাশের দিকে তাকাই, সবাই
মুক্ত বাতাসের খোঁজে,
অবুঝ দিনের গল্পে,স্মৃতি ছিল মন্থর
এখন সবাই সব কিছু বুঝে।
বিশ্বাস-অবিশ্বাসের এই পৃথিবী
খাটি মানুষ পাওয়া দায়,
সত্য-মিথ্যার মিশ্রণে
ধূসর এই জীবন শুধু
বয়ে চলে, হায়!
মো: রাকিবুল ইসলাম
লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।