আজ রবিবার (২৩ মার্চ) কুমিল্লার চান্দিনা উপজেলা কিশোরী-কিশোর ও ভূমিহীন সমিতি আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংহতি জানিয়ে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ অপূর্ব বলেন, 'চান্দিনায় ৪দিনে ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু কোনো বিচার নাই, যদিও গ্রেপ্তার হইছে দুই-একজন, এনজিও কর্মীকে যৌন নিপীড়ণে জড়িত অপরাধীদের ৫দিনেও গ্রেপ্তার করতে পারেনি এই প্রশাসন। এসএসসি পরিক্ষার্থী একজন কিশোরীকে অটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ইটভাটায় একজন কিশোরীকে ধর্ষণ, আপন চাচা দ্বারা ভাতিজি ধর্ষণ, শুধু চান্দিনাতেই এই ন্যাক্কারজনক ৪টা ঘটনা সম্প্রতি ঘটেছে। এরকম জঘণ্য ঘটনা আমাদের চান্দিনায় না শুধু সারাদেশেই ঘটছে কিন্তু কোনো বিচার নাই।'
তিনি আরও বলেন, কুমিল্লার আলোচিত তনু হত্যা, মুনিয়া হত্যা, মাগুরায় আছিয়া হত্যা, বরগুনায় মন্টু দাসের মেয়েকে ধর্ষণ করায় বাবা মন্টু দাস মামলা করায় তাকে নিশংসভাবে খুন করে সন্ত্রাসীরা কিন্তু কোনো বিচার নাই, প্রশাসন নিরব, এই রাস্ট্র ব্যবস্থা ধর্ষকদের বিরুদ্ধে মামলা করলে ভুক্তভোগীদেরকেও নিরাপত্তায় ব্যর্থ।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এরকম দুঃসাহস পেতো না। নারীদের নিরাপত্তা দিতে পারেনা কেউ। সংস্কার-সংস্কার কথা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে নারীদের নিরাপত্তাই নিশ্চিত হয় না কিসের সংস্কার হবে। আমরা দ্রুত এই ধর্ষণ-নিপীড়ণের বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গণতান্ত্রিক রাস্ট্র ও সমাজ বিনির্মাণের সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC