সারাদেশে বৃষ্টির প্রভাব পড়েছে কুমিল্লার কাঁচাবাজারেও। এ খবরে কুমিল্লার খুচরা বাজারে বেড়ে গেছে সবজির দাম। তবে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে, ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০০ টাকায়। অন্যদিকে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
আজ সোমবার কুমিল্লার রাজগঞ্জ-বাদশা মিয়ার বাজারসহ অন্য বাজার ঘুরে এসব দেখা গেছে। তবে এলাকার গলির দোকানে তারচেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।
সরেজমিনে রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। অপরদিকে কাঁচা মরিচের দাম ৩২০ টাকাকে ডিঙিয়ে ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, যা গত দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৬০০-৭০০ টাকা কেজি হিসেবে।
আবদুল খলিল নামে একজন ধনেপাতা ক্রেতা বলেন, '৫০গ্রাম ধনেপাতা কিনেছি। এমনিতেই দ্রব্যমূল্যের চাপে আছি। আবার ধনেপাতার দাম বাড়ল। একটা কমলে আরেকটার দাম বাড়ে।'
অন্যদিকে, শুধু ধনেপাতা- কাঁচা মরিচ নয় বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে। চলতি সপ্তাহে সবজির দাম কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। বেশিরভাগ সবজি ৮০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বরবটি কেনা যেতো ৮০-১২০ টাকা কেজি দরে। আজ বাজারভেদে প্রতি কেজি বরবটি বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। বেগুনের দাম কেজি প্রতি ৬০ টাকা বেড়ে ১৬০-১৮০ টাকা হয়েছে। টমেটো, পটোল, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল, করলা, ঢ্যাঁড়স, লাউসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC