মুরাদনগর উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মুরাদনগর বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
আজ ব্রহস্প্রতিবার (১০ এপ্রিল) তরমুজসহ বিভিন্ন ফলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়, উপজেলা সকল স্তরের ভোক্তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে, উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালায়।
অভিযানকালে, ফলের দোকানে মূল্য তালিকা না রাখায় ৩টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
পাশাপাশি, রাস্তা দখল করে ফল রাখার অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে যে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC