কোনও ব্যক্তির একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারলে, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।
আজ সোমবার (১০ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ লাখের বেশি এনআইডি সংশোধনের জন্য জমা পড়ে আছে। এসব সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কর্মশালাটি আয়োজন করা হয়। এ বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এআইডি সংশোধনে আমরা সময় সীমা বেধে দিতে পারি। আমাদের কর্মকর্তারা বেধে দেওয়া সময়ে কাজটি সম্পন্ন করছেন কিনা, সেটাও তদারকি করা হবে।