বলিউডের বিখ্যাত প্রযোজক মধু মন্টেনা ৪৮-বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। রোববার (১১ জুন) যোগ প্রশিক্ষক ও লেখিকা ইরা ত্রিবেদীর সঙ্গে বিয়ে হয় পোশাকশিল্পী মাসাবা গুপ্তার প্রাক্তন স্বামী। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেল কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সকলে উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন মধু-ইরা।
হালকা গোলাপি রঙের কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে মানানাসই গয়নায় সেজেছিলেন ইরা। কনের পোশাকের সঙ্গে সাজুয্য রেখে সাদা শেরওয়ানিতে দেখা গেল প্রযোজক মধুকে। হিন্দু রীতিনীতি মেনেই সম্পন্ন হয় বিয়ে।
মধু ও ইরার বিয়েবাড়িতে সেদিন যেন বসেছিল তারকারর মেলা। আমির খান, আল্লু অর্জুন থেকে হৃতিক রোশনের মতো তাবড় তারকারা ছিলেন। এমনকি সারা আলি খান, রাজকুমার রাও, অনুপম খের, রাকুল প্রীত সিংসহ বলিউডের অনেকেই ছিলেন। বিয়ের পর রাতে আয়োজন করা হয় জমাকালো রিসেপশন পার্টির।
মধুর বর্তমান স্ত্রী ইরা তাঁদের ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে লেখেন, ‘‘আমি আজ সম্পূর্ণা।’’
বলিউডের অন্যতম নামজাদা প্রযোজক মধু। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে ও বিকাশ বহেলের সঙ্গে জুটি বেঁধে ‘ফ্যান্টম ফিল্মস’ নির্মাণ করেন। তিনি ‘কুইন’, ‘আগলি’-র মতো ছবি প্রযোজনা করেছেন।
View this post on Instagram
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC