অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার দুর্গাপূজা পরিবারের সঙ্গেই উদযাপন করার পরিকল্পনা করেছেন। তবে পূজা কোথায় কাটাবেন—তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।
সম্প্রতি গণমাধ্যমে এই তারকা তাঁর পূজা ভাবনা এবং শৈশবের স্মৃতি নিয়ে কথা বলেছেন।
পূজা কোথায় কাটাবেন, সেই বিষয়ে মিম কিছুটা দোটানায় রয়েছেন। তিনি বলেন, ‘এবারের পূজা পরিবারের সঙ্গেই উদযাপন করছি। তবে এখন পর্যন্ত ঠিক করিনি কুমিল্লায় যাব, নাকি রাজশাহী যাব। দুই জায়গাতেই অল্প অল্প করে ঘুরে আসার পরিকল্পনাও আছে।’
শৈশবের পূজার দিনগুলোর কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন মিম। ছোটবেলার সেই দিনগুলো তিনি আজও খুব মিস করেন। তিনি স্মৃতিচারণ করে গণমাধ্যমে বলেন, ‘ছোটবেলায় পূজার সময় রাজশাহীতে অনেক আনন্দ হতো। পদ্মা নদীতে নৌকা বাইচ হতো, সেটা খুব ভালো লাগত। বাসার পাশেই বিশাল মেলা বসত। এখন আর ওরকম বড় মেলা হয় না, ছোটোখাটো হয়। শৈশবে ওই মেলাটা অন্য রকম ছিল। এখন ওই অনুভূতি আর নেই। এগুলো খুব মিস করি।’
পূজার দিনগুলোতেও ভিড় সামলাতে হয় এই অভিনেত্রীকে। মিম বলেন, ‘পূজার দিনগুলো বাসায় ভালো রান্নাবান্না হয়। এখন মামাবাড়ি (কুমিল্লা) গেলে বাসা থেকে খুব একটা বের হতে পারি না। দলে দলে মানুষ দেখতে আসে। রাজশাহী গেলেও একই অবস্থা। আগের মতো ঘুরে বেড়ানোর সুযোগ পাই না।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC