
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অবশেষে ক্যামেরার সামনে ফিরছেন। দীর্ঘদিন পর তার প্রত্যাবর্তন নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। গত বছর এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। সেই সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা আরফাত।
গত বছর ‘রঙ্গনা’ সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করে শাবনূর অস্ট্রেলিয়া চলে যান। কথা ছিল একই বছরের আগস্ট মাসে তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। কিন্তু দেশের পরিস্থিতির কারণে তিনি সময় মতো দেশে ফিরতে পারেননি, যার ফলে শুটিং স্থগিত হয়ে যায়।
এ প্রসঙ্গে নির্মাতা আরফাত গণমাধ্যমকে বলেন, “শাবনূর আপার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। গত বছর আগস্টে শুটিং শুরু করার কথা থাকলেও দেশের পরিস্থিতির জন্য সেটা সম্ভব হয়নি। তবে আশা করছি, আগামী নভেম্বরে আমরা দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে পারব।”
নির্মাতা জানান, ইতোমধ্যে ‘রঙ্গনা’ সিনেমার ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এতো দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আপা আমাকে বলেছেন যে একটু সময় লাগলেও আমরা সিনেমাটি শেষ করব। আমার ধারণা, এই ছবিতে কিছু দৃশ্যে এবং গানের জন্য চরিত্রের প্রয়োজনে তার ওজন কমানোর দরকার। সম্ভবত তিনি নিজেকে সেই চরিত্রের জন্য প্রস্তুত করছেন।”