দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ বৃহস্পতিবার (১২ জুন) পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮ জন। ফলে, এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনেই অপরিবর্তিত রয়েছে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩.০৫ শতাংশে। তবে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১১.১৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC