মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Bangladesh Bank..
বাংলাদেশ ব্যাংক/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী এবং নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংবাদ শেয়ার করা হয়। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা ও উপ-শাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং আগত সেবা প্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের ব্যবস্থা থাকতে হবে। পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তারা এবং আগত নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এটি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিচালক (বিআরপিডি) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে আরও বলা হয়েছে, সব শাখা, উপ-শাখা ও প্রধান কার্যালয়ে নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার ও পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে।

আরও পড়ুন