
রাইজিং কুমিল্লা অনলাইন
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। দুপুর গড়িয়ে বিকেল না হতেই প্রকৃতিতে জানান দিচ্ছে হিমেল হাওয়া। এরমধ্যেই দেশের সর্ব উত্তরের তেঁতুলিয়ায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT) আগামী দিনগুলোর জন্য গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT) তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে যে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এই তাপমাত্রা কমার জন্য উত্তরে ঠান্ডা বাতাস সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
সংস্থাটি আরও জানায়, যদিও মঙ্গলবার (১১ নভেম্বর) চলে গেলেও এখনও পর্যন্ত সারা দেশে শীত তেমন সক্রিয় হতে পারেনি। এই পরিস্থিতিতে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে।
বিডব্লিউওটি আরও নির্দিষ্ট করে জানায়, আগামী ৩ দিন শুধু রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রিতে নামতে পারে। এ ছাড়া দেশের বাকি বিভাগগুলোতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে, যা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
তেঁতুলিয়ায় শীতের প্রকোপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC