বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে ঘুরে প্রশংসিত হয়েছে সিনেমাটি। এবার নিজ দেশের দর্শকের সামনে আসার অপেক্ষা। কেটে গেল সেন্সর বাঁধা। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর পেয়েছে ছবিটি। বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন এটিকে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত।
সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন।
মঈন উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে এটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়। আজ কিংবা কালকের মধ্যে ছাড়পত্র পেয়ে যাবেন পরিচালক।
উল্লেখ্য, ‘প্রিয় মালতী’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। ‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।
মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা এটি। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC