শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকো’র সবসময় খেলাধুলার প্রতি মনোনিবেশ ছিল এবং এরই ধারাবাহিকতায় সাফ গেম'সহ ক্রিকেট, ফুটবলের গতি তাঁর হাত ধরে ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
শনিবার (৩০ আগস্ট) সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নিয়াজ মোহাম্মদ খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু আরও বলেন, দেশের খেলাধুলার গণজাগরণের রূপকার আরাফাত রহমান কোকো'র জন্যে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুক।
এসময় শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শাহীন আলমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপজেলা তরুণদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম পাভেল, বিশেষ অতিথি সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা জাসাস এর আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর'সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন শাহবাজপুর জুয়েল খান স্পোর্টিং ক্লাব বনাম মাধবপুর তুহিন ফুটবল একাডেমি। টানটান উত্তেজনা'র মনোমুগ্ধকর খেলা শেষে মাধবপুর তুহিন ফুটবল একাডেমি ১-০ গোলে বিজয়ী হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC