আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, এই সাঁড়াশি অভিযানে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১ হাজার ২৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ছয়টি এলজি, নয় রাউন্ড কার্তুজ, তিনটি চাপাতি, তিনটি পুরোনো পাইপগান এবং ছয়টি ছুরিসহ মোট দুটি বার্মিজ চাকু, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC