এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

দেশজুড়ে নৈরাজ্য বন্ধের দাবিসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

Protests in Comilla demanding an end to the countrywide anarchy and the resignation of the Home Affairs Advisor

সারাদেশে লাগাতার হত্যা, ধর্ষণ ও ডাকাতির ক্রমবর্ধমান ঘটনায় ক্ষোভ প্রকাশ ও বন্ধের দাবিসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)-এর উদ্যোগে কুমিল্লা প্রগতিশীল ছাত্র ঐক্য এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ অপূর্বের সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জেলার আহ্বায়ক মারুফ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা ইনচার্জ কমরেড আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দীন, জেলা শ্রমিক ফ্রন্ট সভাপতি সরদার হুমায়ুন কবির, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান, জেলা যুব ইউনিয়ন সহ-সভাপতি বিল্লাল হোসেন।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন জেলা সভাপতি সুশান্ত বিশ্বাস, জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্র সহ-সভাপতি খাইরুল আনাম রায়হান, সাংবাদিক মোতাহার হোসেন, জেলা ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস, জেলা ছাত্র ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মিয়াজী, সদস্য মেহেদী হাসান সানী, জেলা ছাত্র ফ্রন্ট সদস্য আসফির, আবু সাঈদ তালুকদার সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ী।

বক্তারা সারাদেশে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।