এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

দেশজুড়ে ডাকাতি-ধর্ষণসহ অরাজকতার বিরুদ্ধে কুমিল্লায় শিক্ষার্থীদের প্রতিবাদ

Students protest in Comilla against anarchy including robberies and rapes across the country
ছবি: সংগৃহীত

সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ ধরনের অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (২৬ শে ফেব্রুয়ারি) দুপুরে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা’ ব্যানারে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

এই কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

প্রতিবাদ জানিয়ে একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া তাসনিম বলে, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে আর কোনো চাঁদাবাজি, রাহাজানি হবে না। কিন্তু এখন প্রতিনিয়তই সেটা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এসবের বিচার চাই। দেশে প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয়, তাদের ফাঁসি চাই। ধর্ষকদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ, কিন্তু আমাদের সরকার সেই জনগণের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না।’

প্রতিবাদ জানিয়ে ফাতিমা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে, যেখানে রাস্তায় নামতে কেউ ভয় পাবে না। মানুষ এখন ছিনতাই–ডাকাতির আতঙ্কে সড়কে নামতে ভয় পাচ্ছে।’