ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে আর্থিক প্রতারণার মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকা খোয়া গেছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিনেত্রীর হারানো টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দীঘি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, একটি নম্বর থেকে কল করে আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা বলে। আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, তাই আমি ওই কলে বেশ কিছুক্ষণ ধরে কথা বলি। প্রতারকরা আমার ওটিপি নম্বর চায়। আমি ভেবেছিলাম, পিন নম্বর না দিলে তারা আমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তাই ওটিপি দেই। তখন আমি শুটিংয়ের কাজে ও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তাই মাথা তেমন কাজ করেনি।’’
ওই কলের পরপরই অ্যাকাউন্ট থেকে টাকা খোয়ান জানিয়ে দীঘি বলেন, ‘‘এরপর দেখি অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকার বেশি মানে ১ লাখ ৬০ হাজার টাকা নেই। প্রতারকরা আমার পরিচয় জানত, আমার সাথে এমনভাবে কথা বলেছে যে আমি তাদের বুঝতে পারিনি। বিষয়টি বুঝতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি লিখিত অভিযোগ করলাম।’’
অভিনেত্রী আরও বলেন, ‘‘শুরু থেকে ডিবি প্রধান হারুনুর রশিদ ভাইয়ার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল, তিনি হয়ত কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারবেন। এ কারণে এখানে আসা।’’
দীঘি বলেন, ‘ডিবি প্রধান আমাকে পরদিন দেখা হলে বলেন, আমার আগের রাতে পাঠানো স্ক্রিনশট দেখেই কাজ শুরু করে দিয়েছেন তারা। আর পরদিন রাতে আমাকে জানান, আমার টাকা রিটার্ন করতে পেরেছেন।
এই ঘটনায় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও সাধারণ মানুষদের বিকাশ প্রতারকদের কাছ থেকে সাবধান হওয়ার পরামর্শও দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC