এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

দূষিত স্বাধীনতা কবিতা

দূষিত স্বাধীনতা কবিতা
দূষিত স্বাধীনতা কবিতা/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

তোমরা কি আমায় বলতে পারো
স্বাধীনতা তবে কি?
হাজার বার যে রক্তগঙ্গায় ভেসে
মোরা স্বাধীনতার ছোঁয়া পাই নি?

সাতচল্লিশে ফিরে দেখো তুমি
দেখতে কী তুমি পাও?
দাদাবাবু মোরে জমিন দিলো কম
ফের ক্ষমতায় জিন্নাহদের বসাও।
আসাম আমার, ত্রিপুরা আমার
ভাসানী কণ্ঠের সেই গান
নামমাত্র স্বাধীনতা দিলে মোরে দাদা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল করিলে দান।

বায়ান্নের সেই স্লোগান তুমি
ভুলে গিয়েছো ভাই?
সালাম রফিক রক্ত ছুঁড়ে বলে
রাষ্ট্রভাষা বাংলা চাই।
বিশ্ব ঘুরে দেখো তুমি তবে
ভাষার তরে জীবন দিলো কে কবে?
মায়ের ভাষায় কথা বলাও মোদের
বারণ ছিলো হায়!

সত্তরে এবার চোখ ফেলে দেখো
ভোটের রাজনীতি,
সংখ্যাগুরু বাঙালি আবার
পাক খাঁচাতেই বন্দি।
আমার পাড়ার ধান কেটে তারা
পশ্চিমে নিয়ে খায়,
হাড় হাভাতে পূর্ব বাংলায়
দুর্ভিক্ষ কে সামলায়?

একাত্তরের বুক ছিঁড়ে সেবার
জাগলো জনতা
বুলেট বোমায় বুক পেতেছে
ছিনিয়ে আনতে স্বাধীনতা।
এনেছি এনেছি স্বাধীনতা ভাই
পশ্চিম থেকে পূর্ব কোণ,
ত্রিশ লক্ষ শহীদ মোদের
বাদ পড়েনি বীরাঙ্গনা বোন।

পূর্ব কোণে স্বাধীনতার সূর্য
উঠলো বুঝি হেসে!
হেসো না তুমি, হেসো না ভাই
বাকশাল এবার আসছে ধেয়ে
ভোট হবে না, ভোট দেবে না
মুজিব ধরে রাজার বেশ,
ভারত নাড়ে দাবার গুটি
স্বৈরাচারের বাংলাদেশ।

পিতার সবক মেয়ের মাথায়
ঢেলে দিয়েছে বিষ,
নব্য ফ্যাসিস্ট চুষিলো মোদের
একুশ শতকের আট থেকে চব্বিশ।
দিনের ভোট রাতে হয়ে যায়
ধর্ষণ হলো সেঞ্চুরি,
অন্ধকার এই রাত পোহাবার
আর কত দেরি পাঞ্জেরি?

হাজার শহীদের রক্তের বিনিময়
পেলাম জুলাই ছত্রিশ
সুযোগ বুঝে আবার মোদের
দূষিত স্বাধীনতা না ফিরিয়ে দিস!

মাহিন নীরব
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
বোটানি (২৩-২৪)